img

বলিউড প্রযোজক ও পরিচালক করণ জোহর ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলতে পছন্দ করেন। সম্প্রতি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার পডকাস্টে এসে তার শৈশবের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন তিনি। আলাদা করে আট বছরের যমজ সন্তানদের নিয়ে তার ‘দুশ্চিন্তা’র কথাও প্রকাশ করেছেন অভিনেতা।

নিজের শৈশব নিয়ে কথা বলতে গিয়ে করণ জোহর বলেন, শৈশবে তিনি স্কুলে কটাক্ষের শিকার হতেন। নেপথ্যে ছিল তার দেহের বাড়তি ওজন। তাই এখন সন্তানদের ওজন নিয়ন্ত্রণ বিষয়ে তিনি সচেতন। এ পরিচালক বলেন, শৈশব নিয়ে আমি এতটাই ভয় পাই যে, এখন আমার সন্তানদের ওজন নিয়ে দুশ্চিন্তা হয়।

যমজ সন্তান যশ ও রুহিকে নিয়ে সবসময়ে দুশ্চিন্তায় থাকা করণ জোহর বলেন, শৈশবে ওজন বৃদ্ধির অন্যতম কারণ মিষ্টিজাতীয় খাবার খাওয়া। তাই বাবা হিসেবে তার অভিভাবকত্বের মধ্যেও অতীত থেকে শিক্ষা নিয়ে পরিবর্তন এনেছেন। তিনি বলেন, আমি আমার সন্তানদের সব সময়ে বলি— চিনি খেও না। আমি সবসময় চাই, ওরা যাতে চিনি থেকে দূরে থাকে।

এ প্রযোজক বলেন, ছাত্রাবস্থায় ওজনের কারণে তাকে ফুটবল খেলায় সুযোগ দেওয়া হতো না। তাই সন্তানরা যেন ভালো করে ফুটবল শেখে, বাবা হিসেবে সেটাই চান তিনি। ধর্মার কর্ণধারের কথায়, এখন যদি দেখি, তারা ফুটবল ক্লাস কামাই করছে, তাহলে আমার খুব রাগ হয়।

করণ জোহর বলেন, যশ ও রুহির ‘স্ক্রিন টাইম’ তিনি নিয়ন্ত্রণ করেন। কিন্তু তবু সামাজিক মাধ্যম থেকে তাদের দূরে রাখা কঠিন। তিনি বলেন, ওদের যাতে এখন স্কুলে কোনো কটাক্ষ শুনতে না হয়, তার জন্য আমি আমার পোশাক নির্বাচনও বদলে ফেলেছি। কারণ আমি ওদের লজ্জার কারণ হতে চাই না। 

উল্লেখ্য, ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে যশ ও রুহির জন্ম হয়।

এই বিভাগের আরও খবর